What is metadata?

What is metadata?

What is metadata

 

What is metadata?

When you read something about the privacy issue, you will see that the word 'metadata' comes up. If the word is not familiar, then you must be wondering - what is the metadata thing?

Let's look at the metadata instead of technical words and definitions.

Metadata literally means data about data.

For example, writing or a book. What is written about that book, who is the author, what is the date of publication, what is the price of the book, what is the number of pages, the total number of words written in all these are metadata of that book

Catch a song again. Who wrote the song, when it was published, who sang it, who composed it, which album part, how many lines are there in the lyrics of the song, what is the song written about, what are the people, all this information is the metadata of the song.

So you might think, isn't it great to know so much information?

Then you can ask me now, but brother Tahmid, I see the metadata in that negative sense! Why is that?

Then let's see why!

In the language of technology, your metadata is information about you. It doesn't matter how many hands or feet you have. Unique information about you.


Let's see what is your metadata?

Your name, your phone number, your mail ID, your age, your date of birth. Your device (mobile, PC, laptop), SIM card in your phone, its carrier (ie Robi, not GP, not Teletalk). Your phone name, manufacturer, model number, your GPS location means where you go every day, how long you stay, what you do, where you spend more time. Use your mobile data, not WiFi. How long do you use which apps, when do you use which apps, which websites do you visit, what do you search for, how long do you stay on a website, what kind of content does that website have. How long have you been on Facebook, how long have you been on YouTube, what kind of videos do you like to watch, how long have you been using Facebook Messenger, how long have you been using WhatsApp, Mail. Who do you chat with, how long do you chat with, what kind of chat do you use, who are on your contact list, who do you message, who do you call, how long do you talk, what do you shop for? You like to take pictures, not videos. Do not like to send voice messages text messages.

This information about you is your metadata.

Anyone who has this information about you will be able to control you if they want to. He knows you better than you do. He knows what your mentality is, what your personality is, what your religious mentality is, what your political mentality is, what your personal thoughts are, what you like, what you dislike. He will know everything. You will know better than you.

When this information goes to the government, it will know whether you are its political opponent or its cause of loss.

If this information goes to a foreign intelligence agency, it will know if you will ever be a threat to its interests. Or if you don't listen to him, how can you persuade him to listen?

Even then many will come and say, I don't need to know so much. I have nothing to hide.

The next time you say I have nothing to hide, you will attach your Facebook ID, mail ID and password with that comment.

Only then will we understand that your words are true.

Now let's see who collects the most metadata.


Who is spying on you all the time?

Three organizations spying on you the most.

Apple, Google, Facebook.

They are spying on you in various ways. Collects your metadata. Facebook collects your metadata with the help of its Facebook app, Messenger, WhatsApp, and Instagram.

Google collects its GApps, Maps, Google Photos, Chrome.

You can prevent them in many ways if you want.

Encrypted mail, such as Proton Mail, and by using an encrypted messaging app, you no longer let them read your mail or chat. They don't know what you're talking about. By using the Secure Browser, you are not allowed to get the information about what you are searching for and what you are reading.

In this way, you can prevent them from getting their metadata into their hands.

I will write the details again.

Your data is YOUR data!

Translation(Bangla):-

মেটাডেটা কী?

প্রাইভেসী ইস্যু নিয়ে কিছু যখন পড়তে যান, তখন দেখতে পাবেন 'মেটাডেটা শব্দটা আসে। যদি শব্দটা পরিচিত না হয়, তাহলে নিশ্চয় মনে মনে ভেবেছেন- মেটাডেটা জিনিসটা কী?
টেকনিক্যাল শব্দ এবং সংজ্ঞার বদলে সহজভাষায় আসেন দেখি মেটাডেটা কী!
মেটাডেটার শাব্দিক অর্থ হচ্ছে তথ্য সম্পর্কে তথ্য (Data about data.)।
যেমন ধরেন একটা লেখা বা বই। সেই বই কী সম্পর্কে লেখা, লেখক কে, প্রকাশের তারিখ কত, বইটার মূল্য কত, পৃষ্ঠা সংখ্যা কত, মোট কত শব্দে লেখা এইসব কিছু মিলে হচ্ছে সেই বইয়ের মেটাডেটা।
আবার ধরেন একটা গান। সেই গান কে লিখেছে, কখন পাবলিশ হয়েছে, কে কণ্ঠ দিয়েছে, কার সুর করা, কোন অ্যালবামের অংশ, গানের লিরিকে মোট কতটি লাইন আছে, গানটি কী সম্পর্কে লেখা, জনরা কী, এইসব তথ্য হচ্ছে গানটির মেটাডেটা।

তো আপনি ভাবতে পারেন, এত সব তথ্য জানাটা দারুণ না?
তাহলে আপনি আমাকে এখন জিজ্ঞেস করতে পারেন, কিন্তু তাহমিদ ভাই, মেটাডেটা যে নেগেটিভ অর্থে দেখি! সেটা কেন?
তাহলে আসেন দেখি সেটা কেন!
প্রযুক্তির ভাষায় আপনার মেটাডেটা হচ্ছে আপনার সম্পর্কে তথ্য। আপনার হাত কয়টা, পা কয়টা সেটা না। আপনার সম্পর্কে ইউনিক তথ্য।

আসেন দেখি তাহলে আপনার মেটাডেটা কী?
আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার মেইল আইডি, আপনার বয়স, আপনার জন্ম তারিখ। আপনার ডিভাইস (মোবাইল, পিসি, ল্যাপটপ), আপনার ফোনে থাকা সিম কার্ড, সেটার ক্যারিয়ার (অর্থাৎ রবি, না জিপি, না টেলিটক)। আপনার ফোনের নাম, নির্মাতা, মডেল নাম্বার, আপনার জিপিএস লোকেশন অর্থাৎ আপনি প্রতিদিন কোথায় যান, কতক্ষণ থাকেন, কী করেন, কোথায় বেশী সময় থাকেন। আপনার মোবাইল ডেটা ব্যবহার করেন, না ওয়াফাই ব্যবহার করেন। আপনি কোন কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করেন, কোন সময়ে কোন অ্যাপ ব্যবহার করেন, কোন কোন ওয়েবসাইট ভিজিট করেন, কী কী বিষয়ে সার্চ করেন, কোন ওয়েবসাইটে কতক্ষণ থাকেন, সে ওয়েবসাইটে কী ধরণের কন্টেন্ট থাকে। আপনি কতক্ষণ ফেইসবুকে থাকেন, কতক্ষণ ইউটিউবে থাকেন, কী ধরণের ভিডিও দেখতে পছন্দ করেন, ফেইসবুক মেসেঞ্জার কতক্ষণ ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ, মেইল এসব কতক্ষণ ব্যবহার করেন। কার সাথে চ্যাট করেন, কতক্ষণ করেন, কার সাথে কী ধরণের চ্যাট করেন, সেটা করার জন্য কোন অ্যাপ ব্যবহার করেন, আপনার কন্ট্যাক্ট লিস্টে কারা কারা আছে, কাদেরকে আপনি মেসেজ দেন, কাদেরকে কল দেন, কতক্ষণ কথা বলেন, কী কী কেনাকাটা করেন। আপনি ছবি তুলতে পছন্দ করেন, না ভিডিও করতে। ভয়েস মেসেজ পাঠাতে পছন্দ করেন না টেক্সট মেসেজ।

আপনার সম্পর্কে এইসব তথ্য হচ্ছে আপনার মেটাডেটা।
আপনার সম্পর্কে এসব তথ্য যার হাতে থাকবে, সে আপনাকে চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবে। সে আপনাকে আপনার চেয়েও ভালো চিনে। সে জানে আপনার মানসিকতা কী, আপনার ব্যক্তিত্ব কীরকম, আপনার ধর্মীয় মানসিকতা, আপনার রাজনৈতিক মানসিকতা, আপনার ব্যক্তিগত চিন্তাভাবনার ধরণ, আপনি কেমন জিনিস পছন্দ করেন, কেমন জিনিস অপছন্দ করেন। সব কিছুই সে জানবে। আপনার চেয়েও ভালোভাবেই জানবে।
সরকারের কাছে যখন এসব তথ্য যাবে, সে জানবে আপনি তার রাজনৈতিক অপোনেন্ট কিনা, তার ক্ষতির কারণ হবেন কিনা।

বিদেশী গোয়েন্দা সংস্থার কাছে এসব তথ্য গেলে সে জানবে আপনি তার স্বার্থের জন্য কখনো কোনো হুমকি হবেন কিনা। কিংবা আপনি তার কথা না শুনলে কীভাবে আপনাকে তার কথা শুনতে রাজী করাতে হবে।
এরপরও অনেকে এসে বলবে, আমার এত কিছু জানার দরকার নাই। আমার গোপন করার মত কিছু নাই।
আপনি যখন পরের বার বলতে আসবেন আমার গোপন করার মত কিছু নাই, তখন সেই কমেন্টের সাথে আপনার ফেইসবুক আইডি, মেইল আইডি আর পাসওয়ার্ড এটাচ করে দিয়ে যাবেন।
তাহলেই কেবল আমরা বুঝতে পারব আপনার কথা সত্যি।
এবার আসি এইসব মেটাডেটা সবচেয়ে বেশী এবং মূলত কারা কালেক্ট করে।
কারা আপনার উপর সারাক্ষণ স্পায়িং করে যাচ্ছে।
তিনটি প্রতিষ্ঠান সবচেয়ে বেশী আপনার উপর স্পায়িং করে।

অ্যাপল, গুগল, ফেইসবুক।
তারা নানা পন্থায় আপনার উপর স্পায়িং করে। আপনার মেটাডেটা কালেক্ট করে। ফেইসবুক তার ফেইসবুক অ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের সাহায্যে আপনার মেটাডেটা কালেক্ট করে।
গুগল তার GApps, ম্যাপ, গুগল ফটোস, ক্রোমের সাহায্য কালেক্ট করে।
আপনি চাইলে তাদেরকে অনেকভাবে প্রিভেন্ট করতে পারবেন।
যেমন প্রোটন মেইলের মত এনক্রিপ্টেড মেইল, আর এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি তাদেরকে আপনার মেইল আর চ্যাট পড়তে দিচ্ছেন না। তাতে আপনি কার সাথে কী কথা বলেন সে তথ্য তারা পাচ্ছেনা। সিকিউর ব্রাউজার ব্যবহারের মাধ্যমে আপনি কী সার্চ করছেন, কী পড়ছেন এসব তথ্য পেতে দিচ্ছেন না।
এভাবে নানা উপায়ে আপনি তাদেরকে আপনার মেটাডেটা তাদের হাতে যেতে বাঁধা দিতে পারেন।
এসব নিয়ে বিস্তারিত আবার লিখব।
Your data is YOUR data!

Stay with EM TecH BD.
Please Subscribe to our Youtube Channel.
Thank you so much. By EM TecH BD.

Post a Comment

Previous Post Next Post